নড়াইলে গোয়েন্দা পুলিশের জালে একাধীক মাদক মামলার আসামি আবারও ৫০ পিস ইয়াবাসহ আটক।
নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর নড়াইল জেলা থেকে মাদককে জিরো টলারেন্সে আনার লক্ষ্যে ডিবি পুলিশের ২৪ ঘন্টা মাদক বিরোধী অভিযানে আজ ১৯মার্চ) শুক্রবার সকলে এএসআই মাহফুজুর রহমান এর গোপন সংবাদের ভিত্তিতে এস আই নিয়াজ মোর্শেদ,এএসআই মো:শরীফসহ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪টি মাদক মামলার পলাতক আসামি মো:তোফায়েল (২৫),পিতা আকছেদ শেখ,গ্রাম চাঁচড়া থানা কালিয়া,জেলা নড়াইলকে ইয়াবা বিক্রয় করার সময় ৫০ পিস ইয়াবাসহ আটক।