নড়াইলে জেলা তথ্য অফিসের দুইজন অবসরজনিত বিদায় সংবর্ধনা

জেলা তথ্য অফিসার, নড়াইল এর কার্যালয়ের দুইজন নিয়মিত সহকর্মী এপিএই অপারেটর মনিরুজ্জামান মনির ও তহিদুর রহমান সফল দীর্ঘ কর্মজীবন অতিবাহিত করে অবসরে যাওয়ায় বিদায় সংবর্ধনার প্রদান করা হয় ৷ সোমবার (১৮ তারিখ) বিকাল ৫ টার সময় জেলা তথ্য অফিসারের অফিসকক্ষে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত এপিএই অপারেটরদ্বয়ের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে সহকর্মীরা বক্তব্য প্রদান করেন ৷ মনিরুজ্জামান মনির (কর্মজীবনে ৩৭ বছর) এবং তহিদুর রহমান (কর্মজীবন ৩৯ বছর), তাঁদের দীর্ঘ কর্মজীবনে অত্যন্ত দক্ষতার সাথে গণযোগাযোগ অধিদপ্তরের বিভিন্ন জেলা তথ্য অফিসে চাকরি করে নড়াইল জেলা থেকে শেষ কর্মদিবস পার করেছেন ৷ অত্র দপ্তরের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ৷

বিদায়ী অনুষ্ঠানে তাঁদেরকে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয় ৷ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জেলার বিসিকের উপব্যবস্থাপক, ক্রীড়া কর্মকর্তা, জেলা গ্রন্থাগারিক, হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সাব ইন্সপেক্টর সহ অত্র দপ্তরের সকল কর্মচারীবৃন্দ ৷ বিদায় সংবর্ধনা শেষে সংবর্ধিত সহকর্মীদের সুস্থ সুন্দর ও মঙ্গলময় জীবনযাপনের প্রত্যাশা রেখে এক ইফতার মাহফিলেরও আয়োজন করা হয় ৷ এছাড়া জেলা তথ্য অফিসের সকল কর্মচারীকে ইদুল ফিতর উপলক্ষ্যে জেলা তথ্য কর্মকর্তার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয় ৷ উল্লেখ্য যে, অবসরপ্রাপ্ত দুই সহকর্মীকে অবসরোত্তর ছুটি শেষ করার তিনমাসের মধ্যেই তাঁদের গ্রাচুইটির সমুদয় পাওনার চেক প্রদান করা হয়েছে ৷



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *