নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ ২০২২ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানালেন জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)। সোমবার সকালে জেলা পুলিশের আয়োজনে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালের গোলচত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় । এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান (পিপিএম), ডিএসবি’র ওসি মীর শরিফুল হক, ডিবির ওসি শিমুল কুমার দাস, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত কবীর, টিআই তপন কুমার, টিআই কাজী হাসানুজ্জামান হাসান, টিআই মমিন হোসেন, সদর থানার ওসি তদন্ত মাহমুদ সহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্য বৃন্দ ।