নওয়াপাড়ায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৬ ব্যবসায়ীকে জরিমানা

যশোরের নওয়াপাড়া বাজারে চড়া দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ৬ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে, এম রফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত নওয়াপাড়া কাঁচা বাজারের আড়ৎদার ঋত্বিক ভান্ডারকে ৩হাজার ও মিলন ভান্ডারকে ৩হাজার টাকা জরিমানা এবং খুচরা ব্যবসায়ী শামীম শেখকে ৫শত, মতিয়ার রহমানকে ৫শত, বুলবুল শেখকে ৫শত ও সাব্বির রাজুকে ৫শতটাকা হারে জরিমানা ধার্যপূর্বক তা আদায় করা হয়। অভিযান চলাকালে দুইজন খুচরা পেঁয়াজ ব্যবসায়ী দোকান খোলা রেখে পালিয়ে গেলে তাদের দুই দোকান থেকে দুটি ওজন পরিমাপের যন্ত্র জব্দ করা হয়। বিষয়টি সম্পর্কে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট কে, এম রফিকুল ইসলাম জানান, গত ২-৩দিন ধরে কাঁচা বাজারে পেঁয়াজের দাম বাড়তে থাকায় আজ বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে ৬ব্যবসায়ীকে ৮হাজার টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল আদম ও অভয়নগর থানার এসআই শাহ আলম।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *