নওগাঁয় মাদক শেল্টারদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বিরুদ্ধে

নওগাঁর মান্দার ভারশোঁ ইউনিয়নে স্বাস্থ্যবিধি মেনে মাদক ও মাদক শেল্টার দাতাদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়ন পরিষদের সামনে নাগরিক সমাজের উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তুহিন আল মামুন, হারুন-অর-রশিদ, আব্দুল আলিম, সাবেক ইউপি সদস্য আমিন,আবু সুফিয়ান, আনিছুর রহমান মাস্টার,

সমাবেশে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, সরকার যখন সারাদেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছেন তখন মান্দার ভারশোঁ ইউনিয়নে মাদকের অবাধ বিস্তার লাভ করেছে। আর এই সব অবৈধ কাজে বাধা প্রদান করায় ইউনিয়নের কিছু চিহ্নিত মাদক কারবারি ও তাদের শেল্টারদাতারা আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। আমি এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।

তিনি আরো বলেন, আমি এই সব চিহ্নিত মাদক কারবারী ও মদদদাতাদের তালিকা দ্রুত ইউএনও মহোদয়ের মাধ্যমে জেলা প্রশাসক এবং থানার ওসির মাধ্যমে এসপি মহোদয়ের কাছে পাঠাবো। আমি আশা করছি তারা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। অন্যথায় আমি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *