নওগাঁয় ফেন্সিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক
নওগাঁর সদর উপজেলায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মুন্নি আক্তার (২৮) এবং সাবিনা বেগম (৩৫) নামে দুজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটক মুন্নি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভিমপুর গ্রামের আজিজুলের মেয়ে। সাবিনা বেগম দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আনিছুর ইসলামের স্ত্রী।
ডিবির সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দোগাছী গ্রাম থেকে তাদের আটক করা হয়। এরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং বিভিন্ন জেলায় মাদক বিক্রি করে। আটকের সময় তার কাছ থেকে ২৫বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তিনি আরো বলেন আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।