নওগাঁর রাণীনগর উপজেলায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার সকালে মেলার উদ্বোধন উপলক্ষে পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম, রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কামরুন নাহার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মাহাবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা সামছুল হক সহ আরো অনেকেই। আয়োজকরা জানিয়েছেন, উপজেলা পরিষদ প্রঙ্গনে ৩ দিন ব্যাপী এ কৃষি প্রযুক্তি মেলা বসেছে। মেলায় বিভিন্ন প্রযুক্তি ও গাছের ১৮ টি স্টল রয়েছে। আগামী বুধবার পর্যন্ত এ মেলা চলবে।