নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে প্রায় লাখ টাকার ৭ গ্রাম হেরোইনসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে গ্রেফতার চজারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে উপজেলা সদরের পূর্ব বালুভরা গ্রাম এলাকা থেকে তাদের চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সদরের উত্তর রাজাপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে বাবলু মন্ডল (৩৭), দাউতপুর গ্রামের শ্যাম ফকিরের ছেলে ফারুক ফকির (৪৫), বিষ্ণপুর গ্রামের বাবু প্রামানিকের ছেলে শাহিন কাজী (৩২) ও পূর্ব বালুভরা গ্রামের মৃত সালামত প্রামানিকের ছেলে রবিউল প্রামানিক (৩৮)।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, তারা চারজন হেরোইন বিক্রির উদ্দ্যেশে পূর্ব বালুভরা গ্রাম এলাকা অবস্থান করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে তাদের চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের চারজনের কাছ থেকে ৭ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। ওসি আরও বলেন, রাতেই তাদের চারজনের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়। বুধবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।