নওগাঁর রাণীনগরে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিলেন বেদারুল ইসলাম
আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে নওগাঁর রাণীনগর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন। এ নির্বাচনে উপজেলার কাশিমপুর ইউপির চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন যুবদল নেতা বেদারুল ইসলাম। বুধবার দুপুরে উপজেলা নির্বাচন ও রিটানিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় তার সহযোগীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম জমা শেষে স্বতন্ত্র প্রার্থী বেদারুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন থেকেই আমার ইউনিয়নবাসীর সুখে-দুখে পাশে আছি। মহামারী করোনার সময় কাশিমপুর ইউনিয়নের গরীব অসহায় মানুষদের খাদ্য সহায়তা দেওয়াসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করেছি। সুষ্ট অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে।