নওগাঁর রাণীনগরে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত দুইজন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার করজগ্রামের আবু হানিফের ছেলে আনোয়ার হোসেন (২৫) ও খোরশেদ আলমের ছেলে জিল্লুর রহমান (২৮)। রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ জানান, ২০১৯ সালে আনোয়ার ও জিল্লুরের নামে রাণীনগর থানায় মাদক মামলা রুজু হয়। ওই মামলায় গত ২০২৩ সালের ডিসেম্বর মাসে বিজ্ঞ আদালত তাদের দু’জনকে এক বছর করে সাজা প্রদান করেন। বৃহস্পতিবার থানায় গ্রেফতারের ওয়ারেন্ট এলে রাতেই তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাদের দু’জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।