নওগাঁর রাণীনগরে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানালেন: এমপি হেলাল

 নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার সবসময় অসহায় সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। শনিবার বিকেলে নিজ অর্থায়নে নওগাঁর রাণীনগর উপজেলায় এমপির অস্থায়ী কার্যালয়ে অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন। এমপি হেলাল আরও বলেন, গত কয়েকদিন থেকে দেশের বিভিন্ন স্থানের মতো রাণীনগর উপজেলাতেও শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় খেটে খাওয়া সাধারণ মানুষগুলো চরম বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই তাদের কষ্ট কিছুটা লাঘবের জন্য আমার নির্বাচনী এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছি। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এমপি হেলাল প্রায় আড়াই হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *