নওগাঁর রাণীনগরে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে (ধান ব্যবসায়ী) পাঁচ আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৮ জুন) বিকেলে উপজেলার আবাদপুকুর হাটে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ হাফিজুর রহমান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ হাফিজুর রহমান জানান, লাইসেন্সবিহীন ধান ব্যবসা পরিচালনা ঠেকাতে বুধবার বিকেল উপজেলার আবাদপুকুর হাটে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার করার অপরাধে
আবাদপুকুর হাটের আড়তদার রানা আকন্দকে ২ হাজার টাকা, ফরিদ সরদারকে ৩ হাজার টাকা, আনিছুর রহমানকে ৫ হাজার টাকা, আব্দুস সাত্তারকে ৫ হাজার টাকা ও হামিদুর ইসলামকে ৫ হাজার টাকা সহ পাঁচ আড়তদারকে মোট ২০ হাজার টাকাজরিমানা করা হয়।
তিনি আরও জানান, অভিযানে লাইসেন্সবিহীন ব্যবসা ঠেকাতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, উপজেলা খাদ্য পরিদর্শক সাবরিন মোস্তারী, উপজেলা ভূমি অফিসের নাজির আফরিন জাহান উপস্থিত ছিলেন।