নওগাঁর রাণীনগরে র‌্যাবের অভিযানে কষ্টি পাথরের বিষ্ণুমুর্তিসহ ব্যবসায়ী আটক

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ১৯০ কেজি ওজনের কষ্টি পাথরের একটি বিষ্ণুমুর্তিসহ ব্যবসায়ী আমজাদ হোসেন (৬০) কে আটক করেছে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের একটি দল। বুধবার বিকেলে উপজেলার বড়গাছা ইউনিয়নের গুয়াতা আটনিতা পাড়ায় একটি বাড়ি থেকে মুর্তিসহ তাকে আটক করা হয়।

আটক আমজাদ হোসেন আটনিতা পাড়া গ্রামের মৃত হাইতুল্লা পেদার ছেলে। র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্প সূত্র জানায়, ক্রয়-বিক্রয়ের উদ্দ্যেশ্যে রাণীনগর উপজেলার গুয়াতা আটনিতা পাড়া এলাকায় একটি বাড়িতে মূর্তি রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ ক্যাম্পের এএসপি (এ্যাডজুন্টেন) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি অপারেশন দল সেই বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৯০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি সহ মূর্তি ব্যাবসায়ী আমজাদ হোসেনকে আটক করা হয়।

এ সময় আমজাদের কাছে থাকা একটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড জব্দ করা হয়। এ ঘটনায় রাণীনগর থানায় মামলা দায়ের করে মূর্তি ও আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, এ ঘটনায় বুধবার রাতে র‌্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *