নওগাঁর রাণীনগরে রূপালী ব্যাংক পিএলসি রাণীনগর শাখার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে রূপালী ব্যাংক পিএলসি রাণীনগর শাখার আয়োজনে ও শাখার ম্যানেজার মাইকেল কুমারের সার্বিক তত্ত্বাবধানে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, রূপালী ব্যাংক পিএলসির নওগাঁ জোনের ডিজিএম গোলাম নবী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফি ফাইসাল তালুকদার, রাণীনগর থানার ওসি তারিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন, কর্মচারীবৃন্দ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল-ফারুক জেমস, সাধারণ সম্পাদক মোসারব হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। এমন আয়োজনের মাধ্যমে সকল শ্রেণির ব্যক্তিদের মধ্যে এক ভ্রাতৃত্বের সৃষ্টি হয়। এছাড়াও ব্যাংকের সকল কার্যক্রম সম্পর্কে অন্যরাও অবগত হওয়ার পাশাপাশি আগামীর দিনগুলোয় ব্যাংকের সকল কর্মকান্ড আরো বেগবান হয়।