নওগাঁর রাণীনগরে যুবলীগের বিক্ষোভ মিছিল

 দেশের বিভিন্ন স্থানে জামাত-বিএনপির ককটেল নিক্ষেপ ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে নওগাঁর রাণীনগরে আওয়ামী যুবলীগের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা যুবলীগ এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের দলী কার্যালয়ের সামনে থেকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের শতার্ধিক নেতাকর্মীর বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম স্বজলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, লুৎফর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রকিব, সাংগঠনিক সম্পাদক বেলাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ আশিক সহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *