নওগাঁর রাণীনগরে নিজেদের মাদ্রাসার পুকুর বাঁচাতে শিশুদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার গহেলাপুর বাজারে বড়গাছা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সকল জনসাধারণ ও মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষকসহ স্থানীয়দের ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন সম্প্রতি গহেলাপুর আল করিমিয়া নূরাণী ও হাফেজিয়া মাদ্রাসার পুকুর দখলের উদ্দেশ্যে স্থানীয় ভূমি দস্যু বিএনপি নেতা শফিয়ত আলী ও তার সন্ত্রাসী বাহিনী বর্বরোচিত হামলা করে। এতে করে মামুনসহ আরো কয়েকজন গুরুত্বর আহত হয়। গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে ওই পুকুরটি মাদ্রাসার দেখভালের দায়িত্ব প্রদান করে। কিন্তু সম্প্রতি শফিয়ত ওই পুকুরটি অবৈধ দখলের পায়তারা শুরু করে। মাদ্রাসায় যে সকল শিক্ষকরা শিক্ষা প্রদান করেন তাদের কোন বেতন-ভাতা নেই তাই ওই পুকুর থেকে যা আয় হয় সেই অর্থ ও গ্রামবাসীদের সহযোগিতায় কিছু সম্মানী প্রদান করা হয়। এতে করে গ্রামের অনেক অসহায়-গরীব শিশুরা ওই মাদ্রাসায় ইসলামী শিক্ষা গ্রহণ করছে। শফিয়তই মারপিট করে আবার সে থানায় গিয়ে গ্রামের অসহায় মানুষদের হয়রানী করতে মিথ্যে মামলাও করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিনে সঠিক তদন্ত সাপেক্ষে আমরা গ্রামবাসীরা শফিয়তের দৃষ্টান্তর মূলক শাস্তি চাই। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসীরা বক্তব্য রাখেন। পরে একটি বিক্ষোভ মিছিল গহেলাপুর বাজার প্রদক্ষিণ করে। এই বিষয়ে শফিয়ত আলী মুঠোফোনে জানান, তার বিরুদ্ধে যে অভিযোগ এনে মানববন্ধন করা হয়েছে সেই অভিযোগটি সম্পন্ন মিথ্যে ও বানোয়াট।