নওগাঁর রাণীনগরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান বকুল (৩৪) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসাদুজ্জামান বকুল উপজেলার চককুতুর গ্রামের আনছার আলী মোল্লার ছেলে। রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, জিআর ৭০/১৩ মাদক মামলায় বিজ্ঞ আদালত আসাদুজ্জামান বকুলকে ৬ মাসের সাজা প্রদান করেন। সাজার পর থেকেই সে পলাতক ছিলেন। দীর্ঘ তিন বছর পর সে বাড়িতে আসেন এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত দেড়টার দিকে থানার এএসআই ফিরোজ, নুরুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে আসাদুজ্জামান বকুলকে গ্রেফতার করে। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *