প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৫, ১২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২২, ৯:৫৩ পূর্বাহ্ণ
নওগাঁর রাণীনগরে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার বড়গাছা উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাদের দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বড়গাছা ইউপির বড়গাছা উত্তরপাড়া গ্রামের সুজন আলী (৩৫) ও তার স্ত্রী রুবিনা বিবি (৩২)। রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ওই দম্পতি এলাকায় মাদক ব্যবসা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশ বড়গাছা উত্তরপাড়া গ্রামে দম্পতির বাড়িতে অভিযান চালায়। অভিযানে তাদের ঘর থেকে পলেথিনে মোড়ানো অবস্থায় ৩০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ স্বামী সুজন ও তার স্ত্রী রুবিনাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দম্পতির বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত