নওগাঁর রাণীনগরে বিষ প্রয়োগে প্রায় দুই লক্ষ টাকার দেশীয় প্রজাতির মাছ নিধন

 নওগাঁর রাণীনগরে দুইটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দুই লক্ষ টাকার দেশীয় প্রজাতীর মাছ নিধন করা হয়েছে। উপজেলার একডালা ইউনিয়নের স্থল এলাকার বেড়াকোল নামক বিলের মধ্যে পুকুরে শনিবার রাতে কে বা কাহার এই বিষ প্রয়োগ করে মাছ নিধন করে।

পুকুর মালিক স্থল গ্রামের জাফের আলীর ছেলে রেজাউল ইসলাম বলেন, গ্রামের মসজিদ কমিটির পক্ষ থেকে পুকুর দু’টি তিন বছরের জন্য সাড়ে ৯ লক্ষ টাকায় লিজ নিয়ে চাষ করে আসছেন। শনিবার রাতে কে বা কাহার ওই পুকুর দু’টিতে বিষ প্রয়োগ করে।

এতে পুকুরে থাকা শৈল, বোয়াল, টেংরা, সিং, মাগুড়সহ নানান ধরনের দেশীয় প্রজাতির প্রায় দুই লক্ষ টাকার মাছ মারা যায়। রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

preload imagepreload image