নওগাঁর রাণীনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

 নওগাঁর রাণীনগর উপজেলায় “আঁধারে আলো মানবতার সংগঠনের” উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ এলাকার প্রায় ৫ শতাধিক ব্যক্তিকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়। এ সময় বিনামূল্যে প্রায় ৭০ জনের চক্ষু পরীক্ষা করা হয়। পরে বিকেলে রক্তদানে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আঁধারে আলো মানবতার সংগঠনের সভাপতি রায়হান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বড়গাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মাস্টার, আঁধারে আলো মানবতার সংগঠনের উপদেষ্টা রেজাউল করিম, সহ-সভাপতি করিব আহম্মেদ, পারভেজ, সাধারণ সম্পাদক সাজু হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দিগন্ত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ রেজা, কোষাধক্ষ ইয়াসিন আরাফাত, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক হুমায়ন কবিরসহ বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও সংগঠনের সকল সদস্যবৃন্দ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *