নওগাঁর রাণীনগরে বিদ্যুৎপৃষ্টে রনি হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার সকালে উপজেলার ধোপাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রনি হোসেন ধোপাপাড়া গ্রামের খলিল রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এদিন সকাল ৭ টার দিকে যুবক রনি বাড়ির একটি কক্ষে বিদ্যুতের নষ্ট তার ঠিক করছিলেন। এ সময় কাজ করতে লেগে বিদ্যুতের তারের স্পর্শে মাটিতে লুটিয়ে পড়ে। এমতাবস্থায় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।