নওগাঁর রাণীনগরে বিদ্যুৎপৃষ্টে একজন নিহত


নওগাঁর রাণীনগরে একটি অনুষ্ঠান উপলক্ষে ডেকোরেশনের বৈদ্যুতিক কাজ করতে লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মানিক হোসেন (২০) নামে এক ডেকোরেটার মিস্ত্রি নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত ১১ টার দিকে উপজেলার দেউলা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মানিক হোসেন উপজেলার রাতোয়াল গ্রামের আনিছুর রহমানের ছেলে। সে ডেকোরেটার মিস্ত্রি ছিলেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, উপজেলার দেউলা গ্রামে হরিবাসর অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার দিনগত রাত ১১ টার দিকে ডেকোরেশনের বৈদ্যুতিক কাজ করছিলেন মানিক হোসেন। এ সময় বৈদ্যুতিক কাজ করতে লেগে বিদ্যুৎপৃষ্টে সে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন মানিককে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা।