নওগাঁর রাণীনগরে বিদ্যুৎপৃষ্টে পল্লী চিকিৎসকের মৃত্যু


নওগাঁর রাণীনগরে বিদ্যুৎপৃষ্টে নুরুজ্জামান নুরু (৪৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মাধাইমুড়ি সরদারপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নুরুজ্জামান নুরু মাধাইমুড়ি সরদারপাড়া গ্রামের মৃত মকবুল সরদারের ছেলে। নিহতের বড় ভাই মুনজুর ইসলাম জানান, এদিন বাড়ির পাশের্^ একটি ছোট্ট পুকুর থেকে মাছ ধরার জন্য পানি সেচের মটর দিয়ে পুকুরের পানি সেচ দিচ্ছিলেন নুরু। দুপুরের দিকে পানি সেচ দেয়া ও মাছ ধরা শেষ হলে মটরের বিদ্যুতের তার গোছাতে লেগে বিদ্যুৎপৃষ্টে গুরুত্বর আহত হন তিনি।
এ সময় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আদমদিঘী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুকে মৃত ঘোষণা করেন। বিদ্যুৎপৃষ্টে পল্লী চিকিৎসক নুরুজ্জামান নুরু মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ।