প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৩:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৩, ৬:৫৭ অপরাহ্ণ
নওগাঁর রাণীনগরে বজ্রপাতে দুইভাই নিহত
নওগাঁর রাণীনগর উপজেলায় বজ্রপাতে আপন দুইভাই (শিশু) মারা গেছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, জালালাবাদ গ্রামের লাবু ফকিরের দুই ছেলে সামিউল ইসলাম (১০) ও রিফাত হোসেন (৪)। সামিউল ওই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা।
তিনি জানান, বুধবার বেলা ১১টার দিকে হঠাৎ করে দক্ষিণ-পশ্চিম দিক থেকে কালো মেঘ উড়ে আসে। বৃষ্টিপাতের সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় তারা দুইভাই বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। হঠাৎ বাড়িতে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুইভাই সামিউল ও রিফাত মারা যান।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত