নওগাঁর রাণীনগরে ফসলের সাথে শত্রুতা করে কৃষকের প্রায় তিন বিঘা জমিতে আগাছানাশক ঔষধ (বিষ) ছিটিয়ে জমির ধান নষ্ট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার এসব জমির ধান নষ্ট করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার পারইল ইউনিয়নের শংকরপুর গ্রামের মাঠে। জানা যায়, উপজেলার শংকরপুর গ্রামের বুলবুল আহমেদ, আবুল কাশেম, মান্নান, আনিছুর রহমান গংরা তাদের শংকরপুর মাঠে নিজের প্রায় তিন বিঘার জমিতে এ ইরি-বোরো মৌসুমে জিরাশাইল ধান চাষ করছিলেন। আবহাওয়া অনুকূলে থাকায় বর্তমানে জমির ধান গামর হয়েছিলো। কিন্তু এরইমধ্যে পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার কে বা কাহারা তাদের জমিতে আগাছানাশক (বিষ) ছিটিয়ে জমির ধান নষ্ট করে দিয়েছে। এতে ওই কৃষকদের প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক আনিছুর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে কে বা কাহারা আমাদের জমিগুলোতে আগাছানাশক বিষ ছিটিয়ে দেওয়ার কারণে জমির ধান খড়ের মত লালটি হয়ে নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, এমন ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।