নওগাঁর রাণীনগরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ দপ্তর প্রঙ্গনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এদিন সকালে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠান ও বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী খামারীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা: কামরুন্নাহার আক্তার, রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. শরিফ উদ্দিন মন্ডলসহ আরো অনেকেই।