মঙ্গলবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) এর সহযোগিতায় পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পিএএ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিহাব রায়হান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এদিন কর্মশালায় উপজেলা পর্যায়ের সকল সরকারি প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সুশীল সমাজ, সাংবাদিক, এনজিও, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় প্রতিষ্ঠান, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী, সংখ্যালঘু জনগোষ্ঠী অংশগ্রহণ করে।