নওগাঁর রাণীনগরে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

নওগাঁর রাণীনগর উপজেলায় অসহায়, দরিদ্র, অসচ্ছল ও অসুস্থ ১০ জনের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের সাড়ে ৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত এসব চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল।

বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, গোনা ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, মিরাট ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান সহ আরো অনেকেই। এছাড়া সরকারের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *