নওগাঁর রাণীনগরে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

  নওগাঁর রাণীনগরে নিখোঁজের ১২ঘন্টা পর ফসলি জমির পানিতে পড়ে থাকা অবস্থায় রতন প্রামানিক (২৮) নামে এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার বিলকৃষ্ণপুর বাজার এলাকায় ফসলি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রতন প্রামানিক উপজেলার বিলপালশা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

নিহতের চাচাতো ভাই বেনাজুল প্রামানিক জানান, সোমবার সন্ধ্যায় বিলকৃষ্ণপুর বাজারে ঘুরতে এসে রাতে আর বাড়ি ফিরেনি রতন। সে বাড়িতে ফিরে না যাওয়ায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে এবং রাতে তার কোন সন্ধান পাওয়া যায়নি। এরপর মঙ্গলবার সকাল ৭ টার দিকে স্থানীয় লোকজন বিলকৃষ্ণপুর বাজার এলাকায় ফসলি জমির পানিতে মৃত অবস্থায় রতনের লাশ দেখতে পায়। রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সকালে প্রতিবন্ধী যুবক রতনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।

মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানয় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *