নওগাঁর রাণীনগরে পুলিশের অভিযানে গাঁজাসহ জামাই-শশুর গ্রেফতার

 নওগাঁর রাণীনগরে থানা পুলিশ অভিযান চালিয়ে ২৭০ গ্রাম গাঁজাসহ জামাই-শশুরকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে উপজেলা সদরের বাইপাস ও পশ্চিম বালুভরা এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আদমদিঘী উপজেলার চকজান গ্রামের মৃত ইমদাদুল হোসেনের ছেলে ইমন হাসান (২৫) ও চকজান উত্তরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাজ্জাদ হোসেন (৪৯)।

গ্রেফতারকৃত দুইজন সম্পর্কে জামাই-শশুর। তারা রাণীনগর বাজারে একটি ভাড়া বাসায় বসবাস করেন। রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ জানান, তারা এলাকায় মাদক ব্যবসা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে ইমনকে গ্রেফতার করে। এ সময় ইমনের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজ উদ্ধার করা হয়। এরপর তার দেওয়া তথ্য মতে তাদের ভাড়া বাসা থেকে আরও ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ সময় তার শশুর সাজ্জাদকে গ্রেফতার করা হয়। রাতেই তাদের দুইজনের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতার দু’জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *