নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে পড়ে আবু রাহিম (৩) নামে এক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার চকমনু গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু আবু রাহিম ওই গ্রামের মেজবাউলের ছেলে। নিহতের পরিবারের বরাত দিয়ে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এদিন সকাল ৬ টার দিকে শিশু আবু রাহিম ঘুম থেকে উঠে বাড়ির পাশে চাচার বাড়িতে বেড়াতে যান।
এরপর চাচার বাড়ি থেকে নিজ বাড়ি আসেন রাহিম। এ সময় তার পরিবারের লোকজন বাড়িতেই ছিলেন। কিন্তু একটু পর বাড়ির সবার অজান্তে সে বাইরে ঘুরতে যায়। পরিবারের লোকজন রাহিমকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে লাগে। এমতাবস্থায় পরিবারের লোকজন বাড়ির পাশে একটি পুকুরে তার পরনের স্যান্ডেল ভাসতে দেখতে পায়। এ সময় পুকুরে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশু রাহিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ওসি আরও জানান, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।