প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৪:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১০, ২০২৫, ১০:৪৫ অপরাহ্ণ
নওগাঁর রাণীনগরে পরিদর্শনে এসে শীতার্তদের শীতবস্ত্র দিলেন জেলা প্রশাসক
নওগাঁর রাণীনগরে পরিদর্শনে এসে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে শীতার্তদের হাতে শীতবস্ত্র হিসাবে সরকারের উপহার কম্বল তুলে দেন তিনি। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে রাণীনগর উপজেলায় বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিস ও তার কার্যক্রম এবং থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। প্রথমেই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এরপর রাণীনগর থানা পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক থানার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে কাশিমপুর ইউনিয়ন পরিষদ এবং গোনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন তিনি। এ সময় রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত