নওগাঁর রাণীনগরে নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
নতুন দিনের নতুন আলো নতুন জীবন গড়ি, জরাজীর্ণ, সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতি হাত ধরি’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলা নববর্ষ উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রেস ক্লাবের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তন্ময় ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মাহবুব, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা একরামুল বারী। এছাড়াও রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক সুকুমল কুমার প্রামানিক, কোষাধক্ষ্য বুলেট হোসেন, উপদেষ্টা সাদেকুল ইসলাম, চৌধুরী মুরাদ হোসেনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।