নওগাঁর রাণীনগরে দূর্গা পূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নওগাঁর রাণীনগরে পূজা উদযাপন কমিটির সাথে নিরাপত্তা বিষয়ক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে আনন্দঘণ ও উৎসবমূখর পরিবেশে এবং নির্বিঘে পূজা উদযাপনের লক্ষে সোমবার দুপুরে রাণীনগর থানা পুলিশের আয়োজনে থানা প্রঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাণীগর থানার ওসি শাহিন আকন্দের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) পুলিশ পরিদর্শক নন্দিতা সরকার, রাণীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার মহন্ত, সাধারণ সম্পাদক অমল কৃষ্ণ সরকার সহ অন্যরা। এ সময় উপজেলার প্রতিটি পূজা মন্ডবের সভাপতি/সম্পাদক উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *