প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৬:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২২, ১০:২৪ অপরাহ্ণ
নওগাঁর রাণীনগরে তিন ব্যবসায়ীকে জরিমানা
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে তিন ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। মঙ্গলবার উপজেলার বড়গাছা বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন। শামীম হোসেন জানান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এদিন রাণীনগরের বড়গাছা বাজারে অভিযান চালানো হয়।
অভিযানে বড়গাছা বাজারে অবস্থিত ২টি মুদি দোকানে অনুমোদনহীন সেক্স্যুয়াল সিরাপ বিক্রয়ের অপরাধে প্রানতোষ ষ্টোরের মালিককে ৩ হাজার টাকা ও রিটু ষ্টোরের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শ্যামল হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ ও মিষ্টিতে পোকা মাকড়ের উপস্থিতি পাওয়ার অপরাধে হোটেল মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় রাণীনগর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল মান্নান ও রাণীনগর থানার এসআই সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত