নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সকালে তাদের তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার রাতোয়াল গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে রাজু আহম্মেদ (৪৩), করজগ্রাম সখিনপাড়া গ্রামের আব্দুস সাত্তার মন্ডলের ছেলে সবুজ মন্ডল (৪০) ও করজগ্রাম দোগাছিপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে ইউনুছ আলী (৪০)।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, উপজেলার করজগ্রাম সরদার ভিটা এলাকায় তাসের মাধ্যমে টাকা দিয়ে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে তিন জুয়াড়িকে আটক করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ২৩ হাজার ১শ’ টাকা এবং দুইটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।