নওগাঁর রাণীনগরে ট্রেনের ধাক্কায় আহত মোটরসাইকেল চালকের মৃত্যু

নওগাঁর রাণীনগরে ট্রেনের ধাক্কায় আহত মোটরসাইকেল চালক বাইজিদ হোসেন (২৮) এর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার বড়বড়িয়া এলাকায় মোটরসাইকেল নিয়ে রেললাইন পাড় হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এদিন রাত আনুমানিক ১০ টার দিকে তার মৃত্যু হয়। নিহত মোটরসাইকেল চালক বাইজিদ হোসেন উপজেলার গুয়াতা উত্তরপাড়া গ্রামের ইউনুছ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার ওসি শাকিউল আযম জানান, শনিবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে বড়বড়িয়া এলাকায় রেললাইন পার হচ্ছিলেন বাইজিদ হোসেন। এ সময় একটি ট্রেন মোটরসাইকেলে ধাক্কা দিলে মোটরসাইকেলসহ চালক বাইজিদ সিটকে রেল সড়কের নিচে পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি। এমত অবস্থায় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বাইজিদকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন রাতেই মারা যান বাইজিদ। তবে কোন ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *