নওগাঁর রাণীনগরে টিসিবি পণ্য বিক্রি শুরু মোঃ আব্দুল মালেক, নওগাঁ জেলা প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলায় সরকারের ভর্তূকিমূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের আওতায় নিম্ন আয়ের কার্ডধারী পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি শুরু করা হয়েছে। মঙ্গলবার সকালে সদরের সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়। এদিন টিসিবি’র নির্ধারিত ডিলারের মাধ্যমে সদর ইউনিয়ন ও কাশিমপুর ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রি করা হয়। আগামী ৩১ মার্চের আগে প্রথম ধাপে উপজেলার ৮ ইউনিয়নের নিম্ন আয়ের কার্ডধারী ১০ হাজার ৭৪০টি পরিবার এ পণ্য পাবে। আর রোজার মাঝামাঝি সময়ে দ্বিতীয় ধাপে টিসিবি পণ্য দেয়া হবে। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি, টিসিবি ডিলার আব্দুর রাজ্জাক সহ অনেকেই।