নওগাঁর রাণীনগরে টমটম চাপায় শিশু নিহত

নওগাঁর রাণীনগরে ব্যাটারি চালিত টমটম চাপায় মারিয়া (৫) নামে এক শিশু নিহত হয়েছেন। রবিবার উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের সিলমাদার ধারাগাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু মারিয়া সিলমাদার ধারাগাড়িপাড়া গ্রামের মোজাম্মেলের মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু মারিয়া সড়কের পাশ দিয়ে হেটে বাড়ি ফিরছিল। এ সময় আবাদপুকুর থেকে একটি টমটমগাড়ি আদমদীঘি যাবার সময় সিলমাদার ধারাগাড়ি এলাকায় পৌঁছলে আদমদিঘীর দিক থেকে আসা একটি সিএনজি টমটমকে ধাক্কা দেয়। এতে টমটম উল্টে শিশু মারিয়ার উপর চাপা পড়লে মারিয়া গুরুত্বর আহত হন। এ সময় স্থানীয়রা ও পরিবারের লোকজন শিশু মারিয়াকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *