সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফি ফয়সাল তালুকদার, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মখলেছুর রহমান বাবু, একডালা ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ প্রমুখ।