নওগাঁর রাণীনগরে ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
নওগাঁর রাণীনগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এবং মেয়াদ উত্তীর্ণ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা ছাত্রলীগের উদ্দ্যোগে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক রাশেল আহম্মেদ আশিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নূরে আলম আশিক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক শাহ আলম মোল্লা জুয়েল, নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল।
আরও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম আকন্দ, প্রচার সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদার সহ অনেকেই। এছাড়াও বিশেষ বর্ধিত সভায় উপজেলা ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।