নওগাঁর রাণীনগরে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলাম (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার বিকেলে উপজেলার নগরব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম উপজেলার কাশিমপুর দরগাপাড়া গ্রামের হোসেন আলী ছেলে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, গত রবিবার (২৭ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে কাশিমপুর দরগাপাড়া গ্রামের জনৈক এক ব্যক্তির গৃহবধূর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ চেষ্টা চালায় রফিকুল ইসলাম। এ সময় গৃহবধূর চিৎকারে রফিকুল সেখান থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে রফিকুল ইসলামকে আসামি করে বুধবার দুপুরে রাণীনগর থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। ওসি জানান, মামলার প্রেক্ষিতে বুধবার থানা পুলিশ অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে। এদিন বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।