নওগাঁর রাণীনগরে গৃহবধূকে উত্ত্যক্ত করায় যুবকের এক বছরের কারাদন্ড

নওগাঁর রাণীনগরে গৃহবধূকে উত্ত্যক্ত করায় মো: পবন (৩৫) নামে এক যুবককে এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো এ কারাদন্ড প্রদান করেন। কারাদন্ডপ্রাপ্ত মো: পবন নওগাঁ সদর উপজেলার ইলশাবাড়ি গ্রামের মৃত তালেব প্রামানিকের ছেলে। পেশায় তিনি একজন ট্রাক্টর চালক। রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, উপজেলার সদরের পশ্চিম বালুভরা গ্রামে এক গৃহবধূকে মোবাইল ফোনের মাধ্যমে ও পথেঘাটে প্রায় উত্ত্যক্ত করতো মো: পবন।

এরই ধারাবাহিকতায় পবন বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে পশ্চিম বালুভরা গ্রাম এলাকায় এসে ওই গৃহবধুকে উত্ত্যক্ত করে। এসময় গৃহবধূর পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। পরে থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক পবনকে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে। ওসি জানান, কারাদন্ডপ্রাপ্ত যুবক পবনকে বুধবার রাতেই জেল হাজতে পাঠানো হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *