নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার মিরাট দুই নম্বর সুইচগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার আতাইকুলা পশ্চিমপাড়া গ্রামের আনছার রহমানের ছেলে নূর ইসলাম (৩২) ও মজিদুল ইসলামের ছেলে মিথুন হাসান (৩২)। রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, উপজেলার মিরাট দুই নম্বর সুইচগেট এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সেখানে অভিযান চালায়। অভিযানে নূর ইসলাম ও মিথুনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে নূর ইসলামের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও মিথুনের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। সোমবার রাতে তাদের দুইজনের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়। মঙ্গলবার সকালে গ্রেফতার দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।