নওগাঁর রাণীনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ১৬০ গ্রাম গাঁজাসহ রবিউল আলম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত রবিউল আলম উপজেলার চকমনু পূর্বপাড়া গ্রামের ছায়ের আলীর ছেলে। রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, উপজেলার মন্ডলের ব্রিজ এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী রবিউল আলমকে আটক করা হয়। আটকালে তার নিকট থেকে ১৬০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। ওসি আরো জানান, গ্রেফতার রবিউলের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।