নওগাঁর রাণীনগর উপজেলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার ও বুধবার দুইদিন উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দুইদিনে ৪ ব্যাচে উপজেলার ৮টি ইউনিয়নের ১২০ জন কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন, নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ। এছাড়া কৃষির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) খলিলুর রহমান ও রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যরা উপস্থিত ছিলেন।