নওগাঁর রাণীনগরে কুখ্যাত মাদক কারবারি খাটো বাবু গ্রেফতার
নওগাঁর রাণীনগরে গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি আবু বক্কর সিদ্দিক ওরফে খাটো বাবু (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক ওরফে খাটো বাবু উপজেলার বিশঘড়িয়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, গ্রেফতারকৃত খাটো বাবু একজন কুখ্যাত মাদক কারবারি।
গত মার্চ মাসে তাকে মাদকসহ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ। জামিনে বেড়িয়ে এসে সে আবার এলাকায় মাদক ব্যবসা শুরু করেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আবাদপুকুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি খাটো বাবুকে গ্রেফতার করে পুলিশ। ওসি শাহিন আকন্দ আরও জানান, গ্রেফতার খাটো বাবুর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এই মামলাসহ খাটো বাবুর বিরুদ্ধে মোট ৭ টি মাদক মামলা রয়েছে। উপজেলা জুড়ে এ মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ওসি