কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র “শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগর থানা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে- উদযাপন করা হয়েছে। শনিবার সকালে থানা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে থানা চত্বরে এসে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও এসআই নাজমুল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল রউফ দুলু। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম হোসেন আকন্দ, জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য জাকির হোসেন জয়, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন, বড়গাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন। এছাড়া ইউপি কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক , উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।