নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে নেশা জাতীয় ৭৫ পিস এ্যাম্পল ও তিন গ্রাম হেরোইনসহ সবুজ হোসেন (৩৬) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার বিকেলে উপজেলা সদরের পশ্চিম বালুভরা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সবুজ উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবির) ওসি কেএম শামসুদ্দিন জানান, মাদক বিক্রয়ের উদ্দেশ্যে রাণীনগর উপজেলা সদরের পশ্চিম বালুভরা এলাকায় একজন অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার বিকেলে সেখানে অভিযান চালায়। অভিযানে যুবক সবুজ হোসেনকে আটক করা হয়। আটককালে তার নিকট থেকে ৭৫ পিস এ্যাম্পল ও তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, রাতে আটককৃত যুবক সবুজের বিরুদ্ধে রাণীনগর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।