নওগাঁর রাণীনগরে আল-আমিন দাখিল মাদ্রাসার কেন্দ্র সচিব ও হলসুপারকে জরিমানা, দায়িত্ব থেকে অব্যাহতি

 নওগাঁর রাণীনগরে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে অবহেলার দায়ে দাখিল পরীক্ষা কেন্দ্র সবিচ এবং হলসুপারকে ১৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে পরীক্ষা চলাকালে সকল দায়িত্ব থেকে দুইজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদরের আল-আমিন দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র সবিচ শরিফ উদ্দীন মাজহারীকে এবং হলসুপার বেলাল হোসেনকে এ জরিমানা ও দায়িত্ব অব্যাহতি দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, বৃহস্পতিবার এসএসসি ও দাখিল পরীক্ষায় বাংলা ২য় পত্র পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে পরীক্ষা হলে যথাযথভাবে দায়িত্ব পালন না করার অভিযোগ উঠে। এ ঘটনায় দুপুরে সদরের আল-আমিন দাখিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে সত্যতা পাওয়ায় ওই মাদ্রাসার সুপার ও কেন্দ্র সচিব শরিফ উদ্দীন মাজহারীকে ১৫ হাজার টাকা ও হল সুপার পারইল ইসলামি দাখিল মাদ্রাসার সুপার বেলাল হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে পরীক্ষার সকল দায়িত্ব থেকে ওই দুই শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *